বগুড়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় একটি বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৭ জন।
আজ সোমবার বিকেল ৩টার দিকে শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় এই ঘটনা ঘটে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, বগুড়া থেকে ছেড়ে আসা গোসাইবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস বিকেলে নয় মাইল এলাকার ফারহান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানচালক সেলিম ভূঁইয়া (৪৫) নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে আরো তিনজনের মৃত্যু হয়।
ঘটনার পর পরই ঢাকা-বগুড়া মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও যান চলাচল স্বভাবিক হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাভার্ড ভ্যানটির চালক সেলিমের বাড়ি নীলফামারী জেলায়। এ ছাড়া নিহত অন্য তিনজন হলেন, শেরপুরের উলিপুর উপজেলার মাসুদের মেয়ে মিথিলা (২০), বারো দোয়েলপাড়া উপজেলার আলতাফ হোসেনের মেয়ে মাহি (২৩) এবং সিরজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সাজু (৩৪)।