ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত, ওসিসহ আহত ৭
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরো সাত সদস্য। গতকাল শুক্রবার সৈয়দপুরের ঢেলাপীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার রাত ১১টার পর ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পুলিশের ওই পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য নিহত হন।
জেলা পুলিশ সুপার জাকির হোসেন এনটিভি অনলাইনকে জানিয়েছেন, দুর্ঘটনায় তিন পুলিশ কনস্টেবল শামসুল, শরিফুল ও মাহেদুল নিহত হয়েছেন। ওই ঘটনায় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনসহ আরো সাতজন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।