যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলায় বজলু ও সাইদ নামের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বোমা উদ্ধার অভিযানকালে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির সময় এ ঘটনা ঘটে।
নিহত বজলু উপজেলার জয়পুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে। আর সাইদ জয়পুর গ্রামে তাঁর শ্বশুর হাতেম বিশ্বাসের বাড়িতে থাকতেন।
ঘটনাস্থল থেকে নয়টি হাতবোমা, ১২টি পেট্রলবোমা, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন যশোর পুলিশের মুখপাত্র সিনিয়র এএসপি রেশমা শারমিন। তিনি বলেন, সন্ধ্যার দিকে বজলু ও সাইদকে আটক করে মনিরামপুর থানার পুলিশ। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, রাত আড়াইটার দিকে তাঁদের নিয়ে বোমা উদ্ধার অভিযানে বের হলে বেগারিতলায় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে বজলু ও সাঈদ গুলিবিদ্ধ হলে তাঁদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসপি রেশমা শারমিন দাবি করেন, নিহত দুজন জামায়াতের কর্মী। তাঁদের বিরুদ্ধে মনিরামপুর থানায় ছয়টি মামলা রয়েছে।
নিহত বজলুর ভাই রবিউল ইসলাম দাবি করেছেন, নিহত দুজন বিএনপির কর্মী ছিলেন। তাঁর ভাই বজলুর বিরুদ্ধে দুটি মামলা ছিল। দুই মামলাতেই তিনি জামিনে ছিলেন বলে জানান রবিউল।