দুই ছাত্রের বাগবিতণ্ডা রূপ নিল সংঘর্ষে, নিহত ১
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে মোচনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মোচনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, আজ সকালে নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এদের দুজনের বাড়ি ধোপাদি ও নওহাটা গ্রামে।
এ ঘটনার জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে এ আর এম উচ্চ বিদ্যালয় মাঠে ধোপাদি ও নওহাটা গ্রামবাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধোপাদি গ্রামের রাজ্জাক শেখ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন।
এ সময় আহত হয় দুই গ্রামের অন্তত ২০ জন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত হলেও যেকোনো অনাকাঙ্ক্ষিত অবস্থা মোকাবিলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।