সাতক্ষীরায় অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জব্দ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আলিপুর এলাকা থেকে আজ বুধবার ভোরে একটি রিভলবার, চারটি ওয়ানশুটার গান, আটটি গুলি ও ফেনসিডিল জব্দ করে র্যাব। ছবি : এনটিভি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আলিপুর এলাকা থেকে আজ বুধবার ভোরে পাঁচটি আগ্নেয়াস্ত্র, আটটি গুলি ও মাদকদ্রব্য জব্দ করেছে র্যাব।
র্যাব জানায়, আজ ভোরে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের আলিপুর এলাকায় পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র রেখে পালিয়ে যায়। এ সময় একটি রিভলবার, চারটি ওয়ানশুটার গান, আটটি তাজা গুলি, ১০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
র্যাবের সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এসব অস্ত্র ভারত থেকে চোরাপথে আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।