চান্দিনায় চোলাই মদ কারখানা ধ্বংস, আটক ১

কুমিল্লার চান্দিনায় চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক কার্তিক রবি দাসকে (৩৫) আটক করেছে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় সেখানে ২১টি মটকায় থাকা চার হাজার ২০০ লিটার মদ এবং মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়। আলামত হিসেবে ১৬০ লিটার মদ জব্দ করা হয়। আজ বুধবার ভোরে উপজেলার পশ্চিম বাজার মুচিবাড়ি এলাকায় ওই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সুপারিনটেনডেন্ট মো. শরীয়ত উল্লাহ্ জানান, তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ তৈরির কারখানা ধ্বংস করেন এবং কারখানার মালিক কার্তিক রবি দাসকে আটক করেন।
এ অভিযানে ছিলেন র্যাব-১১ কুমিল্লার মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী, চান্দিনার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী আফরোজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মজিবুর রহমানসহ র্যাব-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার অন্য সদস্যরা।