নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উঠল দুই ছাত্রীর ওপর
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় দুই মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে উপজেলার নওধার সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো নওধার গ্রামের নেয়ামত আলী খাঁর মেয়ে রিপা (১৪) এবং কোনাবাড়ী গ্রামের দোলোয়ার হোসেনের মেয়ে নাদিয়া (১৬)। তারা নওধার মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতদের পরিবার জানায়, ঘটনার সময় দুই ছাত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। পরে তা দুই ছাত্রীকে চাপা দেয়।
স্থানীয়রা উদ্ধার করে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর ১২টায় মারা যায় রিপা। গুরুতর অবস্থায় নাদিয়াকে ঢাকায় নেওয়ার পথে সেও মারা যায়। ট্রাক রেখে পালিয়ে গেছেন চালক।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।