কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’একজন নিহত

কুমিল্লা সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল কাদের (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর দক্ষিণ থানা এলাকার ফয়েজগঞ্জে নোয়াখালী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
urgentPhoto
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তাঁদের তিন সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্য বাদে বাকি তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন নেয়ামত (৪০),নোমান (৪০) ও জাহাঙ্গীর (৩৮)। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-ওয়ান) মাহবুবুর রহমান বলেন, ভোরে ১২-১৫ জনের সংঘবদ্ধ একটি দল সড়কে ব্যারিকেড দিয়ে বাসে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় ডিবি পুলিশের এস আই শাহ কামাল আকন্দ ও কনস্টেবল স্বপনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মাহবুবুর রহমান বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি শটগান, তিনটি দেশি এলজি, পাঁচটি গুলি, তিনটি ছুরি ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।