মাগুরায় ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, চালক ও সহকারী দগ্ধ

মাগুরা পৌর এলাকার শিমুলিয়ার ডালে একটি বালুভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় দগ্ধ চালকের সহকারী চয়ন মণ্ডল (২৪)
মাগুরা পৌর এলাকার শিমুলিয়ার ডালে একটি বালুভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারী দগ্ধ হয়েছেন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মাগুরার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির এনটিভিকে বলেন, ট্রাকটি রাজবাড়ী থেকে মাগুরা যাচ্ছিল।
পেট্রলবোমার আগুনে ট্রাকচালক চুন্নু মণ্ডল (৪৫) ও তাঁর সহকারী চয়ন মণ্ডল (২৪) দগ্ধ হন।
মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।