বগুড়ায় ট্রাকের চাপায় শিশুর হাত বিচ্ছিন্ন

পাথরবোঝাই ট্রাকের চাপায় সুমি খাতুন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
সুমি শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের দুলাল খাঁনের ছেলে। সুমি ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, সুমি তার মা মরিয়ম বেগমের সঙ্গে দাওয়াত খেতে যাচ্ছিল। শেরুয়া বটতলায় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান হাতও আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। অবস্থার অবনতি ঘটলে দুপুরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।