সহিংসতা ও সংলাপ একসঙ্গে হতে পারে না

চলমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) প্রতিনিধিদল। বৈঠক শেষে তাঁরা এ বিষয়ে সাংবাদিকদের কিছুই বলেননি।
তবে আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদেরকে বলেছি, সহিংসতা ও সংলাপ একসঙ্গে হতে পারে না। আগে সহিংসতা বন্ধ করতে হবে।’
ভবিষ্যতে নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে সে প্রসঙ্গে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘যা-ই হবে, সংবিধানের মধ্য দিয়েই হবে।’
ইউরোপীয় পার্লামেন্টের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মানবাধিকার-বিষয়ক উপকমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান দান প্রেদা।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বেলা সাড়ে ৩টায় বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি।