কুমিল্লায় পোনামাছের অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লার কোতোয়ালি থানাসংলগ্ন পুকুরে আজ শনিবার পোনামাছের অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। ছবি : এনটিভি
কুমিল্লায় পোনামাছের অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে কোতোয়ালি থানাসংলগ্ন পুকুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
উদ্বোধনের সময় সংসদ সদস্য রওশন আরা মান্নান, সিনিয়র জেল সুপার সুবোদ রঞ্জন সাহা, জেলার মুজিবুর রহমান, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আরফানুল হক রিফাত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ড. আমিনুল ইসলাম টুটুল, অ্যাডভোকেট হোসনে আরা বকুল, মহানগর যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাহমুদ সহিদ উপস্থিত ছিলেন।