কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় জেলা পরিষদের সদস্য নিহত
কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন চাদঁ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের মীরবাগ নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাব হোসেন চাঁদ কুড়িগ্রাম থেকে মোটরসাইকেল করে রংপুরে যাচ্ছিলেন। এ সময় রংপুরের মীরবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহরাব হোসেন নিহত হন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এনটিভি অনলাইনকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।