বঙ্গবন্ধু স্যাটেলাইট, মহাকাশ যাত্রার প্রস্তুতি শুরু
গতকালও সব প্রস্তুতি ছিল। শুরু হয়েছিল ক্ষণগণনাও। তবে শেষ মুহূর্তে থেমে যায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর মহাকাশ যাত্রা। স্যাটেলাইট উৎক্ষেপণ সংস্থা স্পেসএক্স উৎক্ষেপণের নতুন সময় নির্ধারণ করে।
স্পেসএক্স জানায়, আজ শনিবার রাত ২টা ১৪ মিনিট থেকে ৪টা ১৪ মিনিটের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।
এক টুইটার বার্তায় স্পেসএক্স জানিয়েছে, সব প্রস্তুতি ভালো। আবহাওয়াও অনুকূলে আছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেপ ক্যানভেরাল উৎেক্ষপণ মঞ্চ থেকে স্যাটেলাইটটি যাত্রা শুরু করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে তা পাঠানো হবে।
সরকার ২০১৫ সালে ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট প্রকল্প গ্রহণ করে এবং এটি নির্মাণে একই বছরের নভেম্বরে ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া কোম্পানির সঙ্গে ২৪৮ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করে। স্যাটেলাইটের জন্য মোট ব্যয় দুই হাজার ৯৬৭ কোটি টাকা, এরমধ্যে এইচএসবিসি ঋণ হিসেবে এক হাজার ৫৮৫ কোটি টাকা সরবরাহ করছে।
যদিও বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট বিদেশ থেকে ক্রয় করা হয়েছে এবং এটি উৎক্ষেপণও বিদেশ থেকেই করা হবে তবে দেশ থেকেই এই স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করা হবে।
স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই গাজীপুরের জয়দেবপুরে এবং রাঙামাটির বেতবুনিয়ায় একটি করে নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।