তানোরে বাসে পেট্রলবোমা, আহত ৩

রাজশাহীর তানোর উপজেলার বুড়াবুড়ি মোড়ে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে তিন যাত্রী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন খাদিজা (২৫), আনোয়ার হোসেন (২২) ও রাসেল (২৬)। তাঁরা তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে যাঁর যাঁর গন্তব্যে চলে গেছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সিয়াম পরিবহনের একটি বাস রাজশাহী থেকে তানোর হয়ে আমনুরার উদ্দেশে যাচ্ছিল। পথে বুড়াবুড়ির মোড়ে দুর্বৃত্তরা বাসের চালককে লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে চালকের পাশের লুকিং গ্লাসে লাগে। এ সময় চালক, হেলপার ও বাসের যাত্রীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
ওসি আরো বলেন, পেট্রলবোমা ছোড়ার পর বাস থেকে নামতে গিয়ে তিনজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, ওই হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।