রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রাজধানীর দক্ষিণখানে ধর্ষণের শিকার হয়েছে ১১ বছরের এক প্রতিবন্ধী শিশু। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশরাফ (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার প্রতিবন্ধী মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণখান থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে আশরাফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি দক্ষিণখানের হলানে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক জানান, গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার সকালে আদালতে হাজির করে আশরাফের তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।