সরকারকে আলোচনায় বসার আহ্বান বান কি মুনের

বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। একই সঙ্গে দেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বিরোধীদের সঙ্গে গঠনমূলকভাবে আলাপ-আলোচনা করতে বলেছেন তিনি।
ওয়াশিংটনে গতকাল বৃহস্পতিবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বান কি মুন এ আহ্বান জানান। হোয়াইট হাউসের চরমপন্থাবিরোধী সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের এক কর্মকর্তা জানান, বৈঠকে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ সময় মহাসচিব চলতি বছরের শুরু থেকে চলা রাজনৈতিক সহিংসতা এবং সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, মাহমুদ আলী জাতিসংঘের মহাসচিবকে বলেছেন, সাধারণ মানুষ বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছে। সরকার নিরীহ জনগণের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ এবং এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওই কর্মকর্তা আরো বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগের ব্যাপারে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন।