মানিকগঞ্জে বিএনপির ৩ কর্মী আটক

হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় মানিকগঞ্জে বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনজনকে আটকের কথা জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার মো. শাহ আলম (২৫), মুন্নু দেওয়ান (৩৫) ও সিংগাইর উপজেলার মো. ইয়াকুব (২৩)। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।