জামালপুর পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত
জামালপুর পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
মামুনের আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ারুল ইসলাম শাহীন জানান, সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে ওয়ারেছ আলী মামুন হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন।
চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর শহরে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে শহরে বিলবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জামালপুর সদর থানায় ও দ্রুত বিচার আদালতে পৌর মেয়রসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়। দুটি মামলায় মেয়র বর্তমানে জামিনে রয়েছেন।
এ অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ২৫ আগস্ট মেয়রের পদ থেকে মামুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ‘ দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩১(১) ধারার বিধান অনুযায়ী মেয়রকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’