সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে : প্রতিমন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। তাই দেশে এত সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সাধুরহাট এলাকার বাঙ্গালহাওলা গ্রামের সবুর আশরাফী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও শিক্ষা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শিক্ষিত হলে দেশ থেকে দরিদ্রতা এমনিতেই হ্রাস পাবে। আর দরিদ্রতা হ্রাস পেলে দেশ উন্নত হবে। আজকের ছোট ছোট সোনামনিরা একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরবে। আর এভাবেই বাংলার সব শ্রেণী-পেশার মানুষের মাঝেই বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন।’
মুক্তিযোদ্ধা সবুর আশরাফীর স্মৃতিচারণা করতে গিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তিনি ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং স্বাধীন বাংলার জন্মদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠসহচর শহীদ ময়েজ উদ্দিন আহমেদের অত্যন্ত কাছের মানুষ।’
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাদল বেঞ্জামিন রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফী মেহেদী হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল কবীর। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয় প্রতিষ্ঠা পরিবারের সদস্য সোনিয়া আশরাফী মিথুন।