জামালপুরে পানীয় জল ও খাবার সংকটে পানিবন্দি মানুষ
যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আজ রোববার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে জেলায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
যমুনার পানি বাড়ায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সসহ পৌর এলাকার সিংহভাগ এলাকা প্লাবিত হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে পাঁচটি ইউনিয়নের অর্ধশত গ্রাম।
সব মিলিয়ে জেলার সাত উপজেলার ৫০টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম ভাসছে বন্যার পানিতে। প্রায় দুই সপ্তাহ ধরে পানিবন্দি থাকায় মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে।
বন্যাকবলিত এলাকায় খাবার ও পানীয় জলের সংকট তীব্র হয়ে উঠেছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে- তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল।
জামালপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন এনটিভি অনলাইনকে জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ২২৯ মেট্রিক টন চাল এবং নগদ সাড়ে পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
এ ছাড়া দুর্গতদের মধ্যে শুকনো প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে বলেও জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।