গাজীপুরে বর-কনের বাবাসহ তিনজনের কারাদণ্ড

গাজীপুরে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে হবু বর ও কনের বাবাসহ তিনজনকে এক মাস করে কারাদণ্ডাদেশ এবং এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা আজ রোববার ওই দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সামান্তপুর এলাকার আজ বেলা ১১টার দিকে আবুল কালামের (৪০) ছেলে স্থানীয় বিএআরআই হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রের সঙ্গে পাশের পূর্বচান্দনা এলাকার বাসিন্দা ফজলুল হকের (৪৪) বাড়িতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জয়দেবপুর থানার পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। পরে বিয়ের প্রস্তুতিকালে স্কুলছাত্রীর বাবা ফজলুল হক, ছাত্রের বাবা আবুল কালাম ও ছাত্রের ভগ্নিপতি মো. সোলায়মানসহ (২৩) হবু বর-কনেকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় আদালতের বিচারক রেবেকা সুলতানা স্থানীয় ভটভটি চালক আবুল কালাম আজাদ, তাঁর মেয়ের জামাতা সোলায়মান ও মেয়ের বাবা চা দোকানি ফজলুল হককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানার দণ্ড দেন।
সোলায়মান ২০১৩ সালে আবুল কালামের ১২ বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিল। তাদের ঘরে আট মাসের শিশু সন্তানও রয়েছে।
গাজীপুর মহিলাবিষয়ক কর্মকর্তা সালমা জাহান জানান, দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।