পানি খেয়ে অসুস্থ দুই শতাধিক পোশাক শ্রমিক

গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকার একটি কারখানায় পানি খেয়ে দুই শতাধিক তৈরি পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার সকালে জরুন এলাকার খালেক গ্রুপের কেয়া নিট কম্পোজিট কারখানার সরবরাহ লাইনের পানি পান করে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর রোকনুজ্জামান ও জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, সকালে শ্রমিকদের অনেকেই কারখানার ক্যান্টিনসহ সরবরাহ লাইন থেকে পানি পান করে। এর ঘণ্টাখানেক পর থেকে শ্রমিকদের বমি, মাথা ঘোরানো ও পেট ব্যথা শুরু হয়। এতে অন্তত দুইশ শ্রমিক পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থদের অনেকের খিচুনিও দেখা দেয়। কারখানা কর্তৃপক্ষ অসুস্থদের উদ্ধার করে শরীফ জেনারেল হসপিটাল, কোনাবাড়ি ক্লিনিক, পপুলার হাসপাতাল, হক জেনারেল হসপিটালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরাও এসে উদ্ধার কাজে অংশ নেন। অসুস্থদের মধ্যে স্যুয়িং সেকশনের নারী শ্রমিকের সংখ্যা বেশি।
এ ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে চলে যায়। পরে দুপুর পৌনে ১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, কারখানার পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
কোনাবাড়ি শরীফ জেনারেল হাসপাতালের চিকিৎসক বাবুল আহমেদ শরীফ জানান, কারখানার শতাধিক অসুস্থ শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মাস হিস্টেরিয়া হতে পারে।