প্রতিমন্ত্রী তারানা হালিমকে ফোন করে হুমকি

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ফোন করে হুমকি দিয়েছে। বৃহস্পতিবার তাঁকে এ হুমকি দেওয়া হয়।
আজ শুক্রবার দুপুরে এনটিভি অনলাইনকে এ কথা জানান তারানা হালিম। তিনি বলেন, এ বিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তদন্ত চলছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাকে ফোন করে বলা হয়েছে, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে এত লাফালাফির দরকার নেই। আপনি ধীরে চলেন।’
প্রভাবশালী কোনো ব্যক্তিই এ হুমকি দিয়েছে বলে প্রতিমন্ত্রী মনে করছেন। তিনি বলেন, ‘হুমকি-ধমকি দিয়ে অবৈধ ভিওআইপি ও অনিবন্ধিত সিমবিরোধী অভিযান বন্ধ করা যাবে না। এ ধরনের হুমকি-ধমকিতে আমি অভ্যস্ত। অতীতে যখনই আমি কোনো ভালো কাজ করেছি, তখনই এ ধরনের হুমকি আমাকে দেওয়া হয়েছে।’
তারানা হালিম আরো বলেন, ‘অনিবন্ধিত সিম বন্ধে আমি যে উদ্যোগ নিয়েছি, তা এ দেশ ও জাতির স্বার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি এ উদ্যোগ নিয়েছি।’
যাদের স্বার্থে হানি ঘটেছে, তারা এ হুমকি দিতে পারে জানিয়ে তারানা হালিম বলেন, ‘এ হুমকি-ধমকিকে আমলে না নিয়ে আমরা যে উদ্যোগ নিয়েছি, তা বাস্তবায়ন করব। শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিরা, যারা ভুয়া ও অনিবন্ধিত সিম ব্যবহার করে অপকর্ম পরিচালনা করে, তারাই এ হুমকি দিতে পারে।’ তিনি বলেন, ‘সন্ত্রাসী, জঙ্গি কার্যক্রম ও বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত গুটিকয়েক লোক ছাড়া দেশের সব মানুষ আমাদের সঙ্গে রয়েছে, আমাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে।’
এ ঘটনা পুলিশকে জানানো হয়েছে কি না—জানতে চাইলে তারানা হালিম বলেন, ‘গতকালই আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বিষয়টি জানিয়েছি। যে নম্বর থেকে ফোন এসেছে, তারা ওই নম্বর নিয়ে গেছে। আশা করছি, শিগগিরই হুমকিদাতাদের ধরতে পারবে তারা।’