আন্তরিকতা থাকলে দুই দেশ অনেক দূর এগিয়ে যেতে পারে : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সম্পদ ও সামর্থ্য বিবেচনায় নেওয়া হলে এই অঞ্চল খুব ভালো ব্যবসা করতে পারে।
আজ শনিবার দুপুরে বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময়কালে মমতা এমন মন্তব্য করেন। তাঁর ঢাকা সফরকে কেন্দ্র করে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) ও ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স (আইবিসিসিআই) যৌথভাবে এই মতবিনিময়ের আয়োজন করে। এফবিসিসিআই সভাপতি বাংলাদেশ-ভারতের বাণিজ্যের ক্ষেত্রে কিছু অশুল্ক বাধা দূর করার জন্য আহ্বান জানান।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, দুই দেশ ইতিবাচক থাকলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। আন্তরিকতা থাকলে দুই দেশ তার রাজনৈতিক সীমানা পেরিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে।
ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি সার্ক শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দেওয়া হয় মতবিনিময় অনুষ্ঠানে।