সরকারের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি : এমাজউদ্দীন

সরকারের সামনে এখন আর কোনো উজ্জ্বল দিন নেই, অন্ধকারাচ্ছন্ন সময় তাদের সামনে- এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় এমাজউদ্দীন আহমদ এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভায় আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, ‘সরকার দেখতে পারছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বলতায় ভরায় না, অন্ধকারাচ্ছন্ন। তারা ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থার মধ্যে এসে গেছে।’
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাট আরোপের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন।
এক-এগারোর সরকারের আমলে খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কারণে শুধু মাইনাস টু ফর্মুলাই ব্যর্থ হয়নি, নির্বাচন দিতেও বাধ্য হয়েছিল সেই সময়ের সরকার এমন দাবি করেন বক্তারা। বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর প্রাণান্তকর চেষ্টা চলছে। স্বাভাবিক মামলার তারিখ দেরিতে পড়ে। কিন্তু খালেদা জিয়ার মামলার তারিখ খুব দ্রুত সময়ে দেওয়া হয়েছে। মামলাটির রায়টি বোধ হয় আগেই নির্ধারিত। অর্থাৎ কত তাড়াতাড়ি একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রায়টি ঘোষণা করতে পারে সেটাই চলছে।’
যে কোনো বিরূপ পরিস্থিতি মোকাবিলায় বিএনপি শক্তিশালী করার পরামর্শ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘বিচার বিভাগ খালেদা জিয়াকে মুক্তি দিক। কিন্তু যদি মুক্তি না দিয়ে তাঁকে সাত বছরের জেল দেয়, তাহলে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব কে নেবেন সেটা কি দলের উচ্চপর্যায়ে আপনারা আলোচনা করেছেন? নাকি সেটা খোদার ওপর ছেড়ে দিয়ে বসে আছেন। সংগঠন ছাড়া কারামুক্তি দিবস আত্মহত্যা দিবসে পরিণত হবে।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভ্যাট দিতে হবে এমন কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা দিতে হবে শিক্ষার্থীদেরই।
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম বলেন, ‘কার ওপর ভ্যাট বসাচ্ছেন, ছেলেদের ওপরে? বলে কি না, ইউনিভার্সিটির ওপরে। ইউনিভার্সিটিতে কি গাছ উঠছে? ইউনিভার্সিটি তো ছেলেদের কাছ থেকেই টাকাটা নেবে। ভ্যাট প্রত্যাহার করেন।’
‘আগে একটা ছাত্রের ওপর গুলি চললে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে যেত। এখন নির্বিচারে গুলি চালানো হচ্ছে।’ যোগ করেন শাহ মোয়াজ্জেম।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় বিএনপি নেতাদের মধ্যে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বেগম সেলিমা রহমান, শিরিন সুলতানা, এম এ মালেক, মনির খান প্রমুখ উপস্থিত ছিলেন।