রৌমারীতে এক হাজার বোতল ভারতীয় মদ উদ্ধার
জামালপুরের সীমান্তবর্তী রৌমারী উপজেলা থেকে এক হাজার বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ মঙ্গলবার ভোরে উপজেলার হিজলা এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
জামালপুরের ৩৫-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ তারিক কবীর জানান, জিঞ্জিরাম নদীতে দুটি নৌকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
চোরাকারবারিরা বিজিবির অবস্থান টের পেয়ে নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এ সময় নৌকা থেকে মোট এক হাজার ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রৌমারী থানায় একটি মামলা দায়ের হয়েছে।