কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের জেল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত নাজমুল হাসান (২০) মোক্তারপুর এলাকার শিংলাব গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জের ইউএনও কার্যালয় জানায়, কালীগঞ্জ শ্রমিক কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে নাজমুল উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ওই ছাত্রী অভিভাবকদের জানায়। পরে অভিভাবকরা আজ সকালে বিষয়টি ইউএনওকে জানান।
ইউএনও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমানের সহযোগিতায় দালন বাজার এলাকা থেকে নাজমুলকে আটক করেন। পরে দুপুরে তাঁকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।