জাতিসংঘের দাওয়াতেই মির্জা ফখরুল গিয়েছিলেন

জাতিসংঘের দাওয়াতেই বিএনপির মহাসচিব যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সেখানে মির্জা ফখরুল দেশের বাস্তব অবস্থা তুলে ধরেছেন বলেও তিনি জানান।
আজ শনিবার দুপুরে ব্যারিস্টার মওদুদ তাঁর ছোট ছেলে আমান মওদুদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফরিদপুরে পল্লীকবি জসিম উদদীনের বাড়িতে যান। সেখানে আমান মওদুদের কবর জিয়ারত করেন এবং জসিম সংগ্রহশালা ঘুরে দেখেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএনপির মহাসচিবকে জাতিসংঘ থেকে দাওয়াত দেওয়া হয়নি, তিনি নিজেই গিয়েছিলেন এমন সমালোচনার উত্তরে মওদুদ আহমদ বলেছেন, ‘আমাদেরকে দাওয়াত দিয়েছিল। এটাতে কোনো রকমের প্রশ্ন তোলাটা ঠিক না। যারা এই প্রশ্ন তুলছেন, তারা হয় অজ্ঞ, না হলে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলছেন। জাতিসংঘ থেকে জাতিসংঘের মহাসচিব তাদের ঢাকাস্থ অফিসের মাধ্যমে এই দাওয়াত পাঠিয়েছেন এবং সেই দাওয়াতেই আমাদের মহাসচিব জাতিসংঘে গেছেন এবং জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। বাংলাদেশের বাস্তব অবস্থা কি সেটা তুলে ধরেছেন।’
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এখন যে নির্বাচনকালীন সরকারের কথা বলছে, তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই বলে দাবি করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার বলতে আমাদের সংবিধানে কিছু নেই। কেউ বলতে পারবে না, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু আছে। ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এই আইনটা ১৯৯৬ সালে পাস করা হয়েছিল। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ২০১১ সালে এই সরকার সেই অন্তর্বর্তীকালীন যে নিরপেক্ষ সরকারের ব্যবস্থা ছিল সেটি তারা বাতিল করে দিয়েছে। এখন তারা এই যে বলছে, নির্বাচনকালীন সরকার হবে। এটা সম্পূর্ণভাবে পলিটিকাল ব্লাফ। এটার মানে, মানুষকে প্রতারণা করা। বিভ্রান্তির সৃষ্টি করা। মানুষের মনে প্রশ্ন তুলে আনা।’
এ সময় তাঁর সঙ্গে স্ত্রী হাসনা মওদুদ (পল্লীকবির বড় মেয়ে), পল্লীকবির ছোট ছেলে খুরশিদ আনোয়ার জসিম উদদীন, বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জোহরের নামাজের পর আমান মওদুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্লীকবির বাড়ির উঠানে মিলাদ মাহফিল, কোরআন খতম ও দোয়া করা হয়।