গাজীপুরে সড়কে গাড়ির চাপ, গতি শ্লথ

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও এর আশপাশে ১০ কিলোমিটার এলাকায় আজ শনিবার ভোর থেকে গাড়ির চাপ অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি, ফলে যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : এনটিভি
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও এর আশপাশে ১০ কিলোমিটার এলাকায় গাড়ির চাপ অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। এর ফলে ওই রাস্তায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। গাড়িও চলছে খুব ধীরগতিতে। এতে যাত্রীদের নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক বেশি সময় রাস্তায় থাকতে হচ্ছে।
আজ শনিবার ভোরে মুষলধারে বৃষ্টি হওয়া এবং মহাসড়কের কোরবানির পশুবোঝাই ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হচ্ছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এতে মহাসড়কে আটকা পড়ে গরুবোঝাই ট্রাকচালক ও ঈদ উপলক্ষে ঘরে ফেরা যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
হাইওয়ে পুলিশ বলছে, যানজট নিরসন করে মহাসড়ক স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ কাজ করে যাচ্ছে।