টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ!

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নিতাই চন্দ্র সরকার জানান, গতকাল সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলায় এক টেম্পোচালকের আট বছর বয়সী মেয়ে ও ছোট ছেলে বাড়িতে একা ছিল। এ সময় প্রতিবেশী শহীদুল্লাহ মিয়া তাদের বাড়িতে এসে মেয়ের হাতে পাঁচ টাকা ও ছেলের হাতে দুই টাকা দেয়। এরপর আরো টাকা দেওয়ার কথা বলে মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে ওই বাড়ি থেকে শহীদুল্লাহকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শহীদুল্লাহকে গ্রেপ্তার করে। আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।