ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কি.মি. জট

ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর সঙ্গে যোগ হয়েছে কোরবানির পশুবোঝাই ট্রাকের চাপ। ফলাফল, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট।
খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে থেমে থেমে চলছে যানবাহন। এর ফলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
যানজট পরিস্থিতি নিয়ে কথা হয় সাইফুল ইসলাম শিশির নামের এক প্রাইভেটকার যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি সিরাজগঞ্জ থেকে ভোর ৫টার দিকে রওনা হয়েছি। সাড়ে ১০টা বাজে আমি কালিয়াকৈর এসে পৌঁছেছি।’ তিনি বলেন, ‘একটা জায়গায় আমি শুনলাম, কেন জ্যাম (যানজট)? ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে আছে। একজন ড্রাইভার। সে খুব ক্লান্ত। রাস্তায় ট্রাক বন্ধ করে দাঁড়ায়া আছে। সে ট্রাক বন্ধ করে রাখার কারণে এতক্ষণ ধরে জ্যাম।’
মো. আফাজ উদ্দিন নামের এক বাসযাত্রী বলেন, ‘জ্যামে পড়লাম। কোনো পুলিশজন এখানে নাই।’
একজন ট্রাকচালক জানান, রাত ২টার দিকে কুষ্টিয়া রওনা হয়েছেন তিনি। অথচ এখনো ঢাকার হাঁটে পৌঁছাতে পারেননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কালিয়াকৈর পৌঁছেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, একদিকে সকাল থেকে বৃষ্টি, অন্যদিকে হঠাৎ ঢাকাগামী পশুবাহী ট্রাকের চাপ বেড়ে গেছে। এতে আজ ভোর থেকে যানবাহনের দীর্ঘ লাইন হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আটকা পড়েছে শত শত পশুবাহী যানবাহন।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ বলেন, যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দুপুরের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে পারে।