রাজধানীতে বিএনপি-জামায়াতের ৮ কর্মী গ্রেপ্তার

রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ গত শুক্রবার এক বিবৃতিতে ৭২ ঘণ্টা হরতালের ডাক দেন।