দ্রুত মামলা নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির আহ্বান
মানুষের ভোগান্তি কমাতে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
সোমবার দুপুরে জামালপুর জেলা আইনজীবী সমিতির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এই আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, মানুষের অধিকার নিশ্চিত করে একমাত্র বিচার বিভাগ। আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে যেকোনো স্বৈরশাসনের আমলেও দেশে আইনের শাসন বিচ্যুত হবে না।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জামালপুর জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ার, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির বাবুল, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
এর আগে প্রধান বিচারপতি জামালপুর জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন বিচারকের আদালত পরিদর্শন ও মামলা কার্যক্রম প্রত্যক্ষ করেন।