চট্টগ্রামে অস্ত্র উদ্ধারে দুটি মামলা দায়ের

চট্টগ্রামের বাঁশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে র্যাব ৭-এর উপসহকারী পরিচালক গোলাম রব্বানী বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে (২০০৯) ও অস্ত্র আইনে (১৮৭৮) মামলা দুটি করেন। বাঁশখালী থানায় করা মামলা দুটির বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল মাহমুদ।
আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুকুর এলাকার আইয়ুব আলীর ছেলে মোবাশ্বের হোসেন (১৭), ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নূর মোহাম্মদের ছেলে আবদুল খালেক হুরাইরা (২১), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ী এলাকার চান মিয়ার ছেলে আমিনুল ইসলাম হামজা (২২), একই জেলার মির্জাপুর উপজেলার মাহামুদপুর এলাকার দরবেশ আলীর ছেলে হাবিবুর রহমান ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কয়েকা এলাকার মোফাছছল হোসেনের ছেলে আমির হোসাইন ইসহাক।
এএসপি সোহেল মাহমুদ এনটিভি অনলাইনকে জানান, আটক ব্যক্তিদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এ মামলার কাজ করবে বাঁশখালী থানার পুলিশ। অধিক তদন্তের প্রয়োজন হলে র্যাব তাদের রিমান্ডে নিতে পারে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জঙ্গি তৎপরতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। তবে তদন্তের স্বার্থে গণমাধ্যমকে এ বিষয়ে কিছু জানাননি তিনি।
গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ের মাওলানা মোবারক হোসেন ও আব্দুল আজিজের মালিকানাধীন একটি খামার থেকে তিনটি একে-২২ রাইফেল, ছয়টি পিস্তল, একটি রিভলবার, তিনটি এলজি, ৭৫১টি গুলি, সাতটি চাপাতি, দড়ি, জুতা, ওয়াকিটকি, কম্বল, জ্যাকেট, ধারালো অস্ত্রসহ প্রশিক্ষণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।