মইনুল হোসেনের মুক্তি দাবি ড. কামালের

পুলিশ হেফাজতে ব্যারিস্টার মইনুল হোসেনকে লাঞ্ছনার ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত তাঁর মুক্তির দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. কামাল হোসেন এ দাবি জানান। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
ড. কামাল বলেন, ‘রংপুর আদালতে নেওয়ার সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা মইনুল হোসেনের ওপর আক্রমণ করে এবং তাঁকে লাঞ্ছিত করে।’ তিনি বলেন, ‘পুলিশ হেফাজতে আদালতে তাঁর ওপর হামলা পৈশাচিক ও অপমানজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সরকারের কাছে হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়ে ড. কামাল বলেন, ‘আমি মইনুল হোসেনের দ্রুত মক্তির দাবি জানাচ্ছি।’
এর আগে রোববার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনকে রংপুরের আদালতে হাজির করার আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে।
সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মইনুলকে রংপুর আদালতে নেওয়া হয়।
মইনুল হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রংপুর আদালতে দায়ের করা মামলায় গত ২২ অক্টোবর জেএসডি সভাপতি আ স ম রবের উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হন তিনি।