মিনায় পদদলিত হয়ে নিহতদের একজন দিনাজপুরের

হজ করতে যাওয়া কুরমত আলী ও তাঁর স্ত্রীর ছবি নিয়ে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল গ্রামের বাড়িতে পরিবারের সদস্যরা। ছবি : এনটিভি
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের একজন হলেন দিনাজপুরের হাজি কুরমত আলী (৭০)। তাঁর বাড়ি জেলার বোচাগঞ্জ উপজেলার ছাতইল গ্রামে।
কুরমত আলীর ছেলে কামাল হোসেন তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, গত বৃহস্পতিবার সৌদি আরবে তাঁর বাবার দাফন সম্পন্ন হয়েছে।
কামাল জানান, গত ১৬ সেপ্টেম্বর তাঁর বাবা ও মা সৌদি আরবে হজ করতে যান। মিনায় দুর্ঘটনার সময় হুড়োহুড়ির মধ্যে তাঁরা বিচ্ছিন্ন হয়ে যান। হজযাত্রীদের মুয়াল্লেম তৌহিদুল ইসলাম প্রথমে তাঁর বাবার মৃত্যুর খবর জানান।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মুজদালিফা থেকে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের জন্য মুসল্লিরা মিনায় যাওয়ার সময় পদদলিত হয়ে অন্তত ৭১৭ হাজির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আট শতাধিক।