জামালপুরে সাড়ে ৬৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
জামালপুরে ৬৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টায় সদর উপজেলার ইটাইল বেপারীপাড়া গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার র্যাব-১৪ জামালপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল রোববার গভীর রাতে জামালপুর সদরের ইটাইল বেপারীপাড়া গ্রামে আবুল কাশেম কাশুরবাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে ৬৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কাশুর ছেলে মাদক ব্যবসায়ী মো. সোহাগ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সোহাগের বিরুদ্ধে জামালপুর থানায় মামলা হয়েছে।