চট্টগ্রামে পেট্রলবোমাসহ যুবক আটক

চট্টগ্রামের অলংকার এলাকায় মো. নেওয়াজ (২৫) নামের এক যুবককে পেট্রলবোমাসহ আটক করেছে বলে দাবি করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে নগরের পাহাড়তলী-সাগরিকা স্টেডিয়াম রোড থেকে তাঁকে আটক করা হয়। ছবি: এনটিভি
চট্টগ্রামের অলংকার এলাকায় মো. নেওয়াজ (২৫) নামের এক যুবককে পেট্রলবোমাসহ আটক করেছে বলে দাবি করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে নগরের পাহাড়তলী-সাগরিকা স্টেডিয়াম রোড থেকে তাঁকে আটক করা হয়।
র্যাবের দাবি, নেওয়াজ বরিশালের বাকেরগঞ্জ থানার ৪ নম্বর ইউনিয়ন যুবদলের কর্মী। তিনি নগরের বন্দরটিলা এলাকায় বেশ কিছুদিন ধরে ভাড়া বাসায় থাকতেন।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, আটকের পর নেওয়াজের কাছ থেকে তিনটি পেট্রলবোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করা হয়।