আওয়ামী লীগের এমপি বদির রিট খারিজ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বৈধতা চ্যালেঞ্চ করে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে দুনীর্তির মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের শুনানিতে এমপি আব্দুর রহমান বদির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর হালদার। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
অ্যাডভোকেট খুরশিদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, সংসদ সদস্য আব্দুর রহমান বদির দায়ের করা রিট অবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।
কক্সবাজার-৪ আসনের এমপি বদির বিরুদ্ধে দুদকের করা মামলাটির বিচার কার্যক্রম চলছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদারের আদালতে।
গত ৮ সেপ্টেম্বর আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ২০১৪ সালের ২১ আগস্ট দুদকের উপপরিচালক আবদুস সোবহান ঢাকার রমনা থানায় সংসদ সদস্য বদির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের এই মামলা করেন।
২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দেওয়া এবং ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় ক্ষমতাসীন দলের এই নেতার বিরুদ্ধে।