হাওর এলাকায় শিক্ষাফেরি চলবে

কিশোরগঞ্জের দুর্গম হাওর এলাকার বিদ্যালয়গামী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য শিক্ষাফেরি হিসেবে পাঁচটি নৌকা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইটনা উপজেলা সদরে নৌ জেটিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর সমন্বিত উন্নয়ন কর্মসূচির আওতায় পাঁচটি নৌকা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২০টি গ্রামের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বছরের ছয় মাস দুর্গম হাওর এলাকা নিমজ্জিত থাকায় যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে যায়। বিশেষ করে শিক্ষার্থীরা তখন বিদ্যালয়ে যেতেই পারে না।
শিক্ষাফেরি উদ্বোধন উপলক্ষে নৌ জেটিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মাওলা, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার মোৎ নজরুল ইসলাম ঠাকুর, ব্র্যাকের উপজেলা উন্নয়ন সমন্বয়কারী শহীদ উল্লাহ ও জেলা প্রতিনিধি মো. বজলুর রহমান।