মান্না এবার ধরা : নৌমন্ত্রী

মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকার কথোপকথন ফাঁস হওয়ার মাধ্যমে বিএনপির দেশবিরোধী চক্রান্ত ফাঁস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক পদযাত্রা অনুষ্ঠানে নৌমন্ত্রী এ মন্তব্য করেন। শান্তি প্রতিষ্ঠার দাবিতে সাদা পতাকা হাতে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
শাজাহান খান বলেন, ‘বিএনপি-জামায়াতের এই চক্রান্ত গণতন্ত্রকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা। তবে তাদের এই প্রচেষ্টা বাংলাদেশের মানুষ কখনো সফল হতে দেবে না।’ তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও বিভিন্ন সময়ে বলে এসেছেন যে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। চক্রান্ত ফাঁস হয়ে গেছে। এবারে মাহমুদুর রহমান মান্না-খোকা সাহেবের কথায় চক্রান্ত ফাঁস হয়ে গেছে। মান্না সাহেব এবার ধরা পড়ে গেছেন।’
শাজাহান খান আরো বলেন, ‘মান্না সাহেব কী উত্তর দিবেন? তিনি লাশ চান। বিশ্ববিদ্যালয়ে লাশ চান। তিনি খোকা সাহেবকে পরামর্শ দিয়েছেন। যে হল দখল করতে হবে, বিশ্ববিদ্যালয় অশান্ত করতে হবে এবং লাশ না দেখলে এ সরকারের পতন ঘটানো যাবে না। তাহলে উদ্দেশ্য হলো গণতান্ত্রিক আন্দোলন নয়।’
এ ছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার কঠোর শাস্তির দাবি করা হয় পদযাত্রা থেকে। পদযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।