দিনাজপুরে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বোয়ালদাড় গ্রামে নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
এঁরা হলেন গ্রামের আইনুল হকের মেয়ে আমেনা খাতুন (১৮) ও জেসমিন আক্তার (১৬)। জেসমিন বোয়ালদাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী। আমেনার বিয়ে হয়েছিল একই উপজেলার আলীহাট গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে।
পরিবার বলছে, তাঁরা একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যার এ ঘটনা ঘটেছে তা তারা জানে না।
বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনো কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি। পুলিশ ঘটনাটির বিষয়ে খোঁজ নিচ্ছে।