প্রধানমন্ত্রীর একান্ত সচিব বদলি

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ আব্দুল মালেককে (পরিচিতি নম্বর ৩৫৯৮) বদলি করে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা আজ বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এ ছাড়া রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়াকে (পরিচিতি নম্বর ৩৩৮০) ভারপ্রাপ্ত সচিবের মর্যাদা দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেয়াজুল হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়ছে যে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।