‘নির্বাচন যত ঘনাচ্ছে, নৌকার সমর্থকরা তত বেপরোয়া হচ্ছে’
‘নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে, নৌকা প্রতীকের সমর্থকরা ততই বেপরোয়া হয়ে উঠছে’ বলে অভিযোগ করেছেন জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের সরদারপাড়ায় ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন ওয়ারেছ আলী।
স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বিএনপির নির্বাচনী কেন্দ্র ভাঙচুর ও প্রচারণায় একের পর এক বাধা দিয়ে চলেছে বলে অভিযোগ করেন ধানের শীষের প্রার্থী। শুধু তাই নয়, সরকারদলীয়রা বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে তাদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি নেতা ওয়ারেছ আলী বলেন, ‘প্রতিদিনই বিভিন্ন স্থানে (ধানের শীষের) নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে বিএনপির নির্বাচনী কেন্দ্রগুলোর দায়িত্বে যারা আছেন তাঁদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিভিন্ন জায়গায় নিজেরাই নিজেদের নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপির ঘাড়ে দায় চাপাচ্ছে।’
সংবাদ সম্মেলনে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা কামনা করেন অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।