নীলফামারীতে দুই জামায়াতকর্মী গ্রেপ্তার

নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলায় জামায়াত ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলেন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের নুরল হকের ছেলে নজরুল ইসলাম (৪৫) ও জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের তালেব আলীর ছেলে ইনছান আলী (৬০)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন এনটিভি অনলাইনকে জানান, ভোররাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার বড়গাছা ডুগডুগি ভোটকেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ ও ব্যালট বাক্স ছিনতাই এবং মাহীগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় তাঁরা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।