ডিসিসি নির্বাচনের তফসিল দিতে লাগবে দুই সপ্তাহ : ইসি

ঢাকার দুই সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে আরো দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম। আজ মঙ্গলবার কমিশনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সচিব বলেন, ডিসিসি নির্বাচন করতে এখন আর কোনো বাধা নেই। সীমানা অনুযায়ী ভোটার তালিকার সিডি প্রকাশসহ এর প্রাথমিক প্রস্তুতি নিতে কমিশন সচিবালয়ের কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। তারপর কমিশন সিদ্ধান্ত নেবে, কবে তফসিল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণার পর নতুন করে কেউ ভোটার হতে পারবেন না জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনের ক্ষেত্রে পাবলিক পরীক্ষা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করা হবে।