জামালপুর সদর আসনে পুনর্নির্বাচনের দাবি বিএনপির প্রার্থীর
নির্বাচন বাতিল করে জামালপুর-৫ (সদর) আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন এ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। সোমবার দুপুরে জামালপুর শহরের সর্দারপাড়ায় নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি।
শাহ ওয়ারেছ আলী মামুন অভিযোগ করেন, জামালপুর সদর আসনে নির্বাচনের আগের রাতেই পুলিশের সহযোগিতায় ৩০টি কেন্দ্রে সিল মারেন নৌকার সমর্থকরা। সকাল থেকেই শতাধিক কেন্দ্র দখল করে ধানের শীষের এজেন্ট ও কর্মীদের ওপর হামলা করে কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়। হামলার ঘটনায় ৩০ জন নেতাকর্মী আহত হয়।
এই বিএনপিনেতা বলেন, এসব বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তার কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়ে তা বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি।
ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, নির্বাচনের আগ থেকেই বিএনপির কর্মী ও এজেন্টদের বাড়িঘরে হামলা, পুলিশি তল্লাশি ও হুমকিতে আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি করা হয়। নির্বাচনের পরও তাঁর নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তিনি হামলা-মামলা বন্ধ এবং নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান।