বাঘায় ওয়ার্ড যুবলীগের সভাপতিকে গুলি

রাজশাহীর বাঘা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শহীদ উদ্দিনকে (২৬) গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার মণিগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবলীগ নেতা শহীদ উদ্দিন নারায়ণপুর এলাকার মক্কেল আলীর ছেলে।
|
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, যুবলীগ নেতা শহীদ উদ্দিন মোটরসাইকেলে করে মনিগ্রামে যাচ্ছিলেন। পথে কে বা কারা পেছন থেকে তাঁকে গুলি করে। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। গুলিটি তাঁর পিঠে লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে তাঁকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে ওসি জানান।
শহীদ উদ্দিনের বাবা মক্কেল আলীর দাবি, স্থানীয় বিএনপি-জামায়াতের লোকজনই তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে গুলি করেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান ডা. সাইদ আহম্মেদ জানান, আহত শহীদকে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।