মানবতাবিরোধী অপরাধে দুজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মো. হুসাইন ওরফে হোসেন (৬৪) ও কিশোরগঞ্জের মো. মোসলেম প্রধানের (৬৬) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) কাছে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন হস্তান্তর করা হবে।
urgentPhoto
আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে সংস্থার প্রধান আবদুল হান্নান ও কর্মকর্তা সানাউল হক মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান জানান, সৈয়দ মো. হুসাইন ও মো. মোসলেম প্রধানের বিরুদ্ধে একত্রে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক-নির্যাতনসহ মানবতাবিরোধী ছয় অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হরি দেবনাথ ২০১৪ সালের ১৩ নভেম্বর থেকে চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস ২৫ দিন তাঁদের অপরাধের তদন্ত শেষ করেন। এর আগে তাঁদের দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
এ দুই তদন্ত কর্মকর্তা আরো জানান, রাষ্ট্রপক্ষের কাছে ১৬১ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে সাক্ষীর জবানবন্দি, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচি এবং ঘটনাস্থলের স্থিরচিত্রসহ সর্বমোট ৪৩৯ পৃষ্ঠার নথি দাখিল করা হবে। তাঁদের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে হত্যার ৬২টি, ১১ জনকে অপহরণ ও আটক, আড়াইশ বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনা রয়েছে।